২-০ তো হলো, এবার তাহলে হোক ৩-০

২-০ তো হলো, এবার তাহলে হোক ৩-০

প্রথম টি ২০তে বোলাররা ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। এরপর ব্যাটাররা দেখিয়েছেন দাপট। দ্বিতীয় ম্যাচে বোলারদের কারিকুরিতে সিরিজ জয়। দুই ম্যাচেই ফিল্ডাররা ছিলেন বিশ্বমানের। ঘরের মাটিতে আগেও বাংলাদেশ বড় জয় পেয়েছে। এবারের বাংলাদেশ দল ‘স্পেশাল’। বিশেষ করে ধারালো পারফরম্যান্সের ঔজ্জ্বল্য সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে। সিরিজ ২-০ হয়েছে।

এবার তাহলে হোক ৩-০।

নির্বাচক হাবিবুল বাশার ইংল্যান্ডের বিপক্ষে টি ২০ সিরিজ জয়টাকে বিশেষভাবে এগিয়ে রাখছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তিনি বলেন, ‘ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটাও জিতে শেষ করতে পারলে আরও ভালো হয়। তবে এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি খুবই খুশি।’

এদিকে এখনো অভিষেকের অপেক্ষায় তানভির ইসলাম ও রেজাউর রহমান। বেঞ্চ কতটা শক্তিশালী, সেটা ঝালিয়ে দেখতে পারলে ভালো মনে করছেন হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘বেঞ্চটা পরখ করে দেখা গুরুত্বপূর্ণ। রিজার্ভ ক্রিকেটারদের খেলার সুযোগ না দিলে, তাদের প্রস্তুত হওয়ার সুযোগ না দিলে, গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়লে কিছুটা সমস্যা হয়।

তখন প্রস্তুতি ছাড়াই খেলিয়ে দিতে হয়। এই সুযোগ দল নেবে কি না, সেই আলোচনা হয়নি। তবে হলে কোনো সমস্যা নেই।’ এই সাবেক অধিনায়ক বলেন, ‘তবে সব কিছু বাদ দিয়ে লক্ষ্য থাকবে ম্যাচ জেতার। তার মধ্যেই যদি আমরা দু-একটা পরিবর্তন আনতে পারি, সেটা খারাপ হবে না। ভালো দিক হলো আমাদের বেঞ্চও এখন অনেক শক্তিশালী।’

হাবিবুল বলেন, ‘সিরিজ জিতে খুবই ভালো লাগছে। আমরা যে ব্র্যান্ডের টি ২০ ক্রিকেট খেলতে চাচ্ছি, তার কিছুটা হলেও এই সিরিজে খেলতে পেরেছি। অনেক দিন ধরে এ নিয়ে চিন্তাভাবনা করছি।’

তিনি বলেন, ‘সাফল্য আমরা আগেও পেয়েছি। কিন্তু যে ধরনের টি ২০ প্রত্যাশা ছিল, সেটা হয়েছে এবার। সিরিজ ২-০ হয়ে গেছে। আমরা সিরিজ জিতে গেছি। এই সিরিজের নিজেদের কিছুটা প্রকাশ করতে পেরে খুশি।’ হাবিবুল বলেন, ‘দুটি ম্যাচই খুব বেশি স্পিন সহায়ক উইকেটে হয়নি। কন্ডিশনের সুবিধা খুব বেশি আমরা পায়নি। এটা আরও বেশি তৃপ্তিদায়ক। জয় দুটি বিশেষ কিছু।’

আপনি আরও পড়তে পারেন