৩৩৩ নম্বরে ফোন করে খাদ্যসামগ্রী পেল ৮৩ পরিবার

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি তথ্যসেবার ৩৩৩ নম্বরে কল করে সহায়তার আবেদন জানিয়ে খাদ্যসামগ্রী পেল ৮৩টি অসহায় পরিবার। সোমবার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সহায়তা চাওয়া পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, দুইটি সাবান ও দুইটি মাস্ক দেওয়া হয়।

ইউএনও পংকজ বড়ুয়া জানান, ৩৩৩ নম্বরে খাদ্যসামগ্রীর জন্য ১০৭ পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। আবেদনগুলো যাচাই-বাছাই করে সহযোগিতা পাওয়ার যোগ্য এমন ৮৩ অসহায় পরিবারকে সোমবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

 

 

আপনি আরও পড়তে পারেন