৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

আদালতে শফিক রেহমান

রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাংবাদিক শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে করা আবেদন নাকচ করে দিয়ে আদালত এ আদেশ দেন।

বেলা ৩টার দিকে মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালতে তাকে তোলা হয়। এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে, আসামির আইনজীবী মো. জয়নুল আবেদিন মেজবাহ ও মো. সানাউল্লাহ মিয়া তার রিমান্ডের বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বিচারক আসামিপক্ষের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার  করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment