গুলশান-বনানী-বারিধারায় বিশেষ বাস ও রিকশা চলাচল শুরু

গুলশান-বনানী-বারিধারায় বিশেষ বাস ও রিকশা চলাচল শুরু

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা আবাসিক এলাকায় চালু করা হয়েছে নতুন বিশেষ বাস ও রিকশা।যার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। পাশাপাশি সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লেক সংলগ্ন বেশ কিছু ছোট গেট।

গুলশান-বনানী-বারিধারায় বিশেষ বাস ও রিকশা চলাচল শুরু

বুধবার (১০ আগষ্ট) গুলশানের সুটিং ক্লাব সংলগ্ন পুলিশ প্লাজার সামনে খোলা জায়গায় এক অনুষ্ঠানে নতুন বাস ও রিকশা চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদ, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান সোসাইটির সভাপতি ড. এটিএম শামসুল হুদা প্রমুখ।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পরে কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এসব এলাকায় যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং নিরাপত্তা জোরদার করতে বিশেষ রিকশা ও বাস সেবা চালুর সিদ্ধান্ত নেয় সরকার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment