রাষ্ট্রদোহ ও নাশকতার ৯ মামলায় জামিন পেলেন বেগম খালেদা জিয়া

রাষ্ট্রদোহ ও নাশকতার ৯ মামলায় জামিন পেলেন বেগম খালেদা জিয়া

একটি রাষ্ট্রদোহ ও নাশকতার ৮ মামলাসহ ৯ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

রাষ্ট্রদোহ ও নাশকতার ৯ মামলায় জামিন পেলেন বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়ার পক্ষে এসব মামলায় জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। পরে শুনানি শেষে বিচারক এ জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিকে শহীদদের সংখ্যা নিয়ে কটুক্তি করার মামলায় অভিযোগ আমলে নেন বিচারক। পরে সে মামলায় জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।
পরে এ মামলাগুলো চলতি বছরের মে এবং জুন মাসে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মামলায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখানো হয়েছে। – বাসস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment