গ্রাম পুলিশ যখন নিজেই চোর!

গ্রাম পুলিশ যখন নিজেই চোর!

গ্রামের মানুষের শান্তি প্রতিষ্ঠা ও সম্পদ রক্ষার্থে ইউনিয়নের পরিষদের অধীনে একঝাঁক গ্রাম পুলিশ (চৌকিদার) কাজ করে। সেই চৌকিদারই যখন এলাকার মানুষের সম্পদ চুরি করে বসে তখন গ্রামের মানুষ কার কাছে যাবে? গত ১০ আগস্ট বুধবার দিনগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী কাটাখালী স’ মিল এলাকায় আবু হানিফ নামের এক ব্যক্তির চায়ের দোকান থেকে স্থানীয় চৌকিদার মোহাম্মদ সফি ও তার পুত্র মোঃ শহিদুল্লাহ একটি রঙিন টিভি, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

গ্রাম পুলিশ যখন নিজেই চোর!

পরদিন অর্থ্যাৎ গতকাল বৃহস্পতিবার সকালে চুরির বিষয়ে খোঁজখবর নিতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার লোকজন স্থানীয় ইউপি সদস্য মোঃ সেন্টুকে নিয়ে চৌকিদারের ঘর থেকে চুরি যাওয়া টিভি উদ্ধার করে। এ সময় চৌকিদার টিভিটি তার ছেলে শহিদুল্লাহ রাতে নিয়ে আসে বলে জানায়। নগদ টাকা ও অন্যান্য মালামাল তার ছেলে বিক্রি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আবু হানিফ বাদী হয়ে পিতা-পুত্রকে আসামী থানায় অভিযোগ দায়ের করেছে। চৌকিদারের চুরির ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment