মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল ইউনিয়নের মাইকপাড়ার বিল থেকে কষ্ঠি পাথরের শিব মুর্তি উদ্ধার করেছে র্যাব। শ্রীনগরের ভাগ্রকুল র্যাব ১১ এর সিনিয়র এ এস পি মাসুদ আনোয়ার সময়ের কণ্ঠস্বরকে জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে শ্রীনগর উপজেলার রাঢিখাল ইউনিয়নের মাইকপাড়া বিলে অভিযান চালিয়ে প্রায় ১শত ৪১কেজি ওজনের একটি শিব মূর্তি উদ্ধার করি। আজ শনিবার সকাল ১১টার দিকে মূর্তিটির ওজন পরিমাণ করে জানা যায় মূর্তিটির ওজন সাড়ে ৩ মন যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এটি শ্রীনগরের ভাগ্রকুল র্যাব ১১ এর ক্যাম্পে রয়েছে আপাতত।
মুন্সীগঞ্জে সাড়ে ৩ মন ওজনের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার
