‘জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই’

'জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই'

জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

'জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই'

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই করবে (জিয়াউর রহমানের কবর) লাশ নেই। তার কবর জাতীয় সংসদের পাশে থাকতে পারে না। সেদিন যখন তাকে তথাকথিত দাফন করা হয়েছিল সেই কফিনে পশু পাখি বা কলা গাছের অস্তিত্ব ছিল।

এসময় তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে ঐ কবরে জিয়ার কোনো অস্তিত্ব আছে তাহলে আমি জাতির কাছে ক্ষমা চাইবো।

এসময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের চুড়ান্ত রায়ে ফাঁসি বহাল থাকায় সন্তুষ্ট প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment