জেনে নিন মাশরাফিদের কোচ ওয়ালশের মাসিক বেতন!

জেনে নিন মাশরাফিদের কোচ ওয়ালশের মাসিক বেতন!

মাশরাফি-রুবেলদের দায়িত্ব নিতে গতকাল ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক কিংবদন্তী ক্রিকেটার কোর্টনি ওয়ালশ। সাবেক এ কিংবদন্তী ক্রিকেটারকে টাইগারদের কোচিং স্টাফে ভিড়াতে চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বিসিবির এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার ডলার (প্রায় ১৩ লক্ষ টাকা) নেওয়ার বিনিময়ে টাইগার বোলারদের কোচিংয়ের দায়িত্ব নিতে চুক্তিবদ্ধ হয়েছেন কোর্টনি ওয়ালশ।

জেনে নিন মাশরাফিদের কোচ ওয়ালশের মাসিক বেতন!

চুক্তির সময়নুযায়ী ২০১৯ সাল পর্যন্ত এ হারে টাকা নিবেন তিনি। বিশাল অংকের টাকা খরচ হলেও হাই প্রোফাইল এ কোচকে টাইগারদের দায়িত্বে পেয়ে ক্রিকেটারদের থেকে শুরু করে বেশ খুশি বোর্ড কর্তারাও।

এ দিকে টাইগারদের দায়িত্ব নিচ্ছেন নিশ্চিত করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি সংক্রান্ত বাকিসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে কোর্টনি ওয়ালশের। ঢাকা পৌঁছানোর একদিন পর রবিবারই বোর্ডের সাথে সব আনুষ্ঠানিকতা শেষ করবেন বলেও বিসিবি সূত্রে জানা গেছে।

তবে ঢাকা আসলেও চুক্তির আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকা অবস্থান করবেন নাকি দেশে ফিরে যাবেন এ বিষয়ে নিশ্চিত নয় বিসিবি। যেহেতু ঈদের ছুটিতে ক্রিকেটাররা আগামী সপ্তাহেই ক্যাম্প ছাড়বে, সেহেতু এ মুহূর্তে কোর্টনি ওয়ালশ ঢাকা না থাকলেও সমস্যা নেই বিসিবির।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘নিয়োগের আনুষ্ঠানিকতা শেষে ওয়ালশ বাংলাদেশে থাকবেন কিনা, সেটা নির্ভর করছে তার উপরেই। ঈদের ছুটি কাজ থাকবে না। যদি থাকতে চান তাহলে তাহলে থাকতে পারেন নইলে ১৫ তারিখে ফিরলেই চলবে।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হিথ স্ট্রিক জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে চুক্তির মেয়াদ নতুন করে বাড়াতে অনিচ্ছা প্রকাশ করলে, মাশরা-রুবেলদের প্রশিক্ষকের আসনটি ফাঁকা হয়। এরপর দীর্ঘ সময় দরে যাচাই-বাঁছাই করে বোলিং কোচের দায়িত্বে ওয়ালশকে বেঁছে নেয় বিসিবি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment