এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে

এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে

শুধু রেলপথ ছাড়া বাকি সব কয়টা যাত্রা পথেই ভোগান্তি আর ভোগান্তি। ফেরি স্বল্পতা, নদীতে তীব্র স্রোত ও দুটি ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাটে চরম ভোগান্তির শিকার হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) জিল্লুর রহমান জানান, এই নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত বেশি থাকায় পাটুরিয়া থেকে যানবাহনবোঝাই করে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়া ঈদে বাড়তি যানবাহন ফেরি পারের জন্য আসায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে

অপরদিকে একেকটা মহাসড়কে ৭০ থেকে ৮০ কিলোমিটার দীর্ঘ জানজট। ফলে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ঢাকা-রংপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুটির দুই পাশেই যানজটে আটকে আছে বিপুলসংখ্যক গাড়ি।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে ঢাকাগামী গাড়িগুলো নড়ছে না। সকাল আটটা থেকে এ অবস্থা। এ মুখে গাজীপুরের কোনাবাড়ী পর্যন্ত যানজটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

এই মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়িগুলো এক লেন ধরে যাচ্ছে মাঝেমধ্যে, খুবই ধীরগতিতে। তবে বেশির ভাগ সময়ই গাড়ি যানজটে থমকে থাকছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, হাটিকুমরুল থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কের দুই পাশে যানজট এবং অতিরিক্ত গাড়ির চাপে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বিশ্বরোড এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট চলছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment