ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস, বিক্রেতারা ফেলছেন দীর্ঘশ্বাস

ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস, বিক্রেতারা ফেলছেন দীর্ঘশ্বাস

শুরু থেকেই দাম অনেক বেশী বলে অভিযোগ করেছিলেন ক্রেতারা। তবে কোরবানির আগের রাতে (আজ) কমেছে গরুর দাম। এতে ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস নিলেও বিক্রেতেরা ফেলছেল দীর্ঘশ্বাস। হাঁটে বড় গরুর দাম অনেক কমেছে, তবে মাঝারি গরুর দাম তুলনামূলক বেশি।

এদিকে এবার হাটের ব্যবস্থাপনা ভালো হওয়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি। সোমবার রাজধানীর বিভিন্ন পশুর ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এসব হাট ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাজারে ৪০ থেকে ৫০ হাজার টাকার গরুর চাহিদা সবচেয়ে বেশি। তাই এই মাঝারি আকারের গরুর দামও তুলনামূলক বেশি। ৫০ হাজারের বেশি দামে গরু কিনলেই তুলনামূলক কম দামে গরু পাওয়া যাচ্ছে।

এর আগে গত কয়েকদিন ধরেই দাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রেতারা। তবে আজ বৃষ্টি এবং ঈদের আগের রাত বলে দাম কিছুটা কমেছে বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment