সোনালি আলোয় সোনাল (দেখুন ছবিতে)

সোনালি আলোয় সোনাল (দেখুন ছবিতে)

বিনোদন ডেস্ক

সোনালি আলোয় সোনাল (দেখুন ছবিতে)

বলিউড জয়ের প্রগাঢ় স্বপ্ন নিয়ে সোনাল চৌহান শোবিজ দুনিয়ায় যাত্রা শুরু করেন। এরই মধ্যে তার সৌন্দর্যের সোনালি আলোয় বলিউড মাত করেছেন। ১৬ মে, ১৯৮৭ সালে জন্ম নেয়া সোনাল ভারতের দক্ষিণী চলচ্চিত্রেও নিজের আসন করে নিয়েছেন।

sonal

সোনাল তার প্রথম ছবিতেই ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ ফিমেল ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন।

sonal

দিল্লির গার্গি কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতক করেছেন সোনাল। ‘জন্নত’ ছবি দিয়ে সোনাল তার ক্যারিয়ার শুরু করেন।

sonal

শুধু চলচ্চিত্রে নয় একাধিক পণ্যের বিজ্ঞাপনচিত্রেও সোনাল চৌহান কাজ করেছেন।

sonal

২০০৫ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড ট্যুরিজম পুরস্কার জিতেছিলেন সোনাল।

sonal

সোনাল খুব সাবধানে ক্যারিয়ার নিয়ে এগিয়ে চলছেন। তিনি সর্বদা খেয়াল রাখছেন, যাতে কোনো ধরনের স্কান্ডালে না জড়ান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment