ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাশাপাশিই বসে ছিলেন সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ। ঢাকা ডায়নামাইটস কোচকে প্রশ্ন করা হলো ঘরোয়া ক্রিকেটে এবার দুটি শিরোপা জয়ের সাফল্য নিয়ে। পাশ থেকে সাকিব যোগ করলেন, “আমিও তো দুটি শিরোপা জিতলাম!” এবার হেসে মাহমুদ বললেন, “আমাদের জুটির আসলে এটা তৃতীয় শিরোপা!”
এবার ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জয়ী আবাহনীর কোচ ছিলেন মাহমুদ। সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। তবে মাহমুদ বললেন, “তামিম অধিনায়ক হলেও সাকিবের ভূমিকা অধিনায়কের মতোই ছিল।”
ঢাকা ডায়নামাইটসে আর অধিনায়কের মতো নয়, সরাসরিই অধিনায়ক সাকিব। কোচ মাহমুদ। এর আগে ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটেও সফল ছিল এই জুটি। চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের কোচ ছিলেন মাহমুদ, অধিনায়ক সাকিব।
শিরোপা জয়ের আনন্দে দুজনই ছিলেন উচ্ছ্বসিত। মাহমুদ পরস্পরকে বললেন নিজেদের সৌভাগ্যের প্রতীক, “সাকিবকে নিয়ে তিনবার চ্যাম্পিয়ন হলাম। হয়ত আমার জন্য সাকিব সৌভাগ্যের প্রতীক, কিংবা ওর জন্য আমি!”
ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !