ধানমণ্ডিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

রাজধানীর ধানমণ্ডিতে মাহফুজা সুলতানা (৪০) নামের গৃহবধূ দগ্ধ হয়েছেন।

 বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

120মাহফুজা সুলতানার স্বামীর নাম মোশাররফ হোসেন।

তার পরিবারের সদস্যরা জানায়, ভোরে রান্না ঘরে মাহফুজা যাওয়ার পর একটি বিকট শব্দ হয়। এরপরই তার শরীরে আগুন দেখা যায়।

পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে মাহফুজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ভোরে ধানমণ্ডির ৪ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় একজন নারী দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ওসি মো. আবদুল লতিফ।

তিনি যুগান্তরকে বলেন, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের বিস্ফোরণে ওই নারী দগ্ধ হয়েছেন।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন4k-1

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment