নিহত তিন জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

122নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন জঙ্গির মরদেহগুলো নিয়ে যাওয়া হয়।

ঢামেক ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বিষয়টি জানান। আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি কর্মকর্তা রুহুল ইসলাম জানান, নিহত তিন জঙ্গির মরদেহগুলো জুরাইন গোরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা। ওই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন হিট স্ট্রং ২৭। অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরী ছিল।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment