‘সাঁওতালদের বিষয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি’

133

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বিষয়ে অবগত এবং উদ্বিগ্ন। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় যাতে সুষ্ঠু বিচার ও সমাধান হয় এ ব্যাপারে তিনি সবার সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সাঁওতালদের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লীতে এক সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি।

সভা শেষে প্রধান বিচারপতির পক্ষে তিনি সাঁওতালপল্লীতে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত ১৭৮ জন পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও নিহত শ্যামল হেমব্রন এবং মঙ্গল মার্ডির পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করেন। এছাড়া একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত ৩০০ সাঁওতাল নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান প্রমুখ।

এর আগে সৈয়দ আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত সাঁওতালপল্লী পরিদর্শন করেন এবং সেখানে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া সাঁওতালদের জীবন-যাত্রার বিষয়ে খোঁজখবর নেন।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

BrandBazaar.com

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment