হস্তি শাবকের মর্মান্তিক মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে,

281মুচিবেড়া হাইস্কুলের মাঠে দু’টি হাতিকে একে অন্যের সঙ্গে লড়তে দেখেন গ্রামবাসীরা। লড়াইয়ের কারণ অবশ্য বুঝতে পারেননি তাঁরা। ওই লড়াইয়ের মাঝে পড়ে যায় ৪ বছরের একটি হস্তি শাবক৷

পশ্চিম মেদিনীপুরের মুচিবেড়া গ্রামে মৃত্যু হল এক হস্তি শাবকের। দুই হাতির লড়াইয়ের জেরে ওই হস্তি শাবকটি কুয়োয় পিছলে পড়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে৷ রাতভর কুয়োয় পড়ে থাকার ফলে সেখানেই মৃত্যু হয়েছে হস্তি শাবকটির৷ বুধবার সকালে প্রায় চার ঘন্টার চেষ্টায় কুয়ো কেটে তার দেহ তুলতে সক্ষম হয়েছেন বনদফতরের কর্মীরা৷

এই গ্রামের পাশেই কিছুদিন আগে হাজির হয় একটি হাতির পাল৷ তারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় কয়েক দিন যাবৎ। এর পর ওই হাতির পালটি মুচিবেড়া গ্রামের পাশে হাজির হয় মঙ্গলবার রাতে৷ স্বভাবতই গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল রাতে মুচিবেড়া হাইস্কুলের মাঠে দু’টি হাতিকে একে অন্যের সঙ্গে লড়তে দেখেন গ্রামবাসীরা। লড়াইয়ের কারণ অবশ্য বুঝতে পারেননি তাঁরা।

ওই লড়াইয়ের মাঝে পড়ে যায় ৪ বছরের একটি হস্তি শাবক৷ স্থানীয়রা জানিয়েছেন, শাবকটি পালাতে গিয়ে হঠাৎ পিছনে থাকা কুয়োর মধ্যে পড়ে যায়৷ তার পরই চিৎকার করতে থাকে সে৷ হাতির পালটি অনেক চেষ্টা করে তাকে উপরে তোলার৷ তবে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় তারা৷ সকালে বনদফতরের লোকজন গ্রামে পৌঁছন৷ যদিও তত ক্ষনে মারা গিয়েছে শাবকটি৷

এর পর গ্রামবাসীদের সহযোগিতায় হাতির দেহটি তোলার চেষ্টা করেন বনদফতরের কর্মীরা৷ কিন্তু কুয়োর একদম তলায় সেটি আটকে থাকার দরুণ উদ্ধার করা সম্ভব হচ্ছিল না৷ অবশেষে উপায়ান্তর না দেখে জেসিবি দিয়ে পুরো মাটি কাটা হয় এবং কুয়ো ভেঙে উপরে তোলা হয় দেহটি। ডিএফও রবীন্দ্রনাথ সাহা জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি হাতির পালটিকে সরিয়ে গভীর জঙ্গলে পাঠানোর’৷

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন221

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment