ঘরে বসে মোদীর মাস্টারস্ট্রোক। বিদেশে বিপাকে পড়লেন দাউদ

368এইরকমই দাবি করছে বিজেপি। জেনে নিন, কীভাবে মোদী বিপাকে ফেললেন দাউদকে।

সংবাদমাধ্যমের রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি দাবি করল, নরেন্দ্র মোদীর কূটনৈতিক চালেই বিপাকে পড়ে গিয়েছেন মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রীকে গত দু’দশকেও ধরতে পারেনি ভারত সরকার। গোয়েন্দাদের দাবি, দাউদ এখন পাকিস্তানের করাচিতে থাকেন। সেখান থেকে বসেই তিনি আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য চালান। সেই সাম্রাজ্য বিস্তৃত সংযুক্ত আরব আমিরশাহিতেও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিতে এবার বাজিমাত করল ভারত। ২০১৫ সালে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় সে দেশের সরকারের কাছে দাউদের সম্পত্তির একটি তালিকা তুলে দেওয়া হয়। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আমিরশাহি সরকার দাউদ ইব্রাহিমের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

তার পরেই তৎপর হয় বিজেপি নেতারা। টুইট করে তারা দাবি করেন, দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পিছনে মোদীর মাস্টারস্ট্রোক রয়েছে। তাঁর কূটনীতিতেই হয়েছে বাজিমাত। প্রধানমন্ত্রী তাঁর সফরের সময়ে যে তালিকা তুলে দিয়েছিলেন, তার উপরে ভিত্তি করেই তদন্ত হয়েছিল এবং তারপরে ব্যবস্থা নেয় আমিরশাহি সরকার। বিজেপির আরও দাবি, দাউদ ইব্রাহিমকে ভারতে এনে তাকে ভারতের আইনে যাতে বিচার করা যায় তার চেষ্টা চলছে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন6

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment