একাধিক ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা।

ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। দীপ্ত টিভিতে ‘অলি’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। নাটকটি এখন নিয়মিত প্রচার হচ্ছে। অনেকটা ভয়ংকর একটি চরিত্রে অভিনয় করেছে। এটি পরিচালনা করছেন রাকেশ বসু। অন্যদিকে নিয়মিত চলছে আরটিভির ‘ঝামেলা আনলিমিটেড’ নামে একটি ধারাবাহিকে নতুনভাবে যুক্ত হয়েছেন।এই নাটকে স্বর্ণা চরিত্রটি আহ্লাদী একটা মেয়ের। স্বর্ণা স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। সে ঘর জামাই থাকে। পাশাপাশি বৈশাখী টেলিভিশনে তার ‘নয় ছয় আনলিমিটেড’ ধারাবাহিকটি প্রচারে রয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন এস এম দুলাল। এছাড়াও নিয়মিত প্রচার হচ্ছে এটিএন বাংলায় রেডিও জকি এবং কতিপয় গল্প, পরিচালনা করছেন মুরাদ পারভেজ। বৈশাখীতে ফরিদুল হাসান পরিচালিত ‌‌কমেডি ৪২০। প্রচারের অপেক্ষায় রয়েছে মাইনুল হাসান খোকন পরিচালিত নাগরিক টিভির ‌আমি তুমি আর সে। ইকবাল মাহামুদ পরিচালিত আরটিভিতে ট্রাপিক সিগন্যাল। শেখ সেলিম পরিচালিত রংবেরং এর মানুষেরা ও জুয়েল মাহমুদ পরিচালিত দ্যা পাবলিক আরটিভিতে।

ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। দীপ্ত টিভিতে ‘অলি’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। নাটকটি এখন নিয়মিত প্রচার হচ্ছে। অনেকটা ভয়ংকর একটি চরিত্রে অভিনয় করেছে।

 ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। দীপ্ত টিভিতে ‘অলি’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। নাটকটি এখন নিয়মিত প্রচার হচ্ছে। অনেকটা ভয়ংকর একটি চরিত্রে অভিনয় করেছে।  এটি পরিচালনা করছেন রাকেশ বসু। অন্যদিকে নিয়মিত চলছে আরটিভির ‘ঝামেলা আনলিমিটেড’ নামে একটি ধারাবাহিকে নতুনভাবে যুক্ত হয়েছেন।এই নাটকে স্বর্ণা চরিত্রটি আহ্লাদী একটা মেয়ের। স্বর্ণা স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। সে ঘর জামাই থাকে। পাশাপাশি বৈশাখী টেলিভিশনে তার ‘নয় ছয় আনলিমিটেড’ ধারাবাহিকটি প্রচারে রয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন এস এম দুলাল। এছাড়াও নিয়মিত প্রচার হচ্ছে এটিএন বাংলায় রেডিও জকি এবং কতিপয় গল্প, পরিচালনা করছেন মুরাদ পারভেজ। বৈশাখীতে ফরিদুল হাসান পরিচালিত ‌‌কমেডি ৪২০। প্রচারের অপেক্ষায় রয়েছে মাইনুল হাসান খোকন পরিচালিত নাগরিক টিভির ‌আমি তুমি আর সে। ইকবাল মাহামুদ পরিচালিত আরটিভিতে ট্রাপিক সিগন্যাল। শেখ সেলিম পরিচালিত রংবেরং এর মানুষেরা ও জুয়েল মাহমুদ পরিচালিত দ্যা পাবলিক আরটিভিতে।

এটি পরিচালনা করছেন রাকেশ বসু। অন্যদিকে নিয়মিত চলছে আরটিভির ‘ঝামেলা আনলিমিটেড’ নামে একটি ধারাবাহিকে নতুনভাবে যুক্ত হয়েছেন।এই নাটকে স্বর্ণা চরিত্রটি আহ্লাদী একটা মেয়ের। স্বর্ণা স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। সে ঘর জামাই থাকে। পাশাপাশি বৈশাখী টেলিভিশনে তার ‘নয় ছয় আনলিমিটেড’ ধারাবাহিকটি প্রচারে রয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন এস এম দুলাল। এছাড়াও নিয়মিত প্রচার হচ্ছে এটিএন বাংলায় রেডিও জকি এবং কতিপয় গল্প, পরিচালনা করছেন মুরাদ পারভেজ। বৈশাখীতে ফরিদুল হাসান পরিচালিত ‌‌কমেডি ৪২০।
প্রচারের অপেক্ষায় রয়েছে মাইনুল হাসান খোকন পরিচালিত নাগরিক টিভির ‌আমি তুমি আর সে। ইকবাল মাহামুদ পরিচালিত আরটিভিতে ট্রাপিক সিগন্যাল। শেখ সেলিম পরিচালিত রংবেরং এর মানুষেরা ও জুয়েল মাহমুদ পরিচালিত দ্যা পাবলিক আরটিভিতে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment