অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের এলাকায় মালিপাথর, গোলাপ রায়ের দিঘিরপাড় ও ফিরিঙ্গি বাজারে এলাকায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী জেলা প্রশাসক এর কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশিদ এর কাছে স্বারকলিপি প্রদান করে।

অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

নদীর পাড়ে সরকারি রাস্তার পাশে ড্রেজারের মাধ্যমে বালু তোলা এবং বিভিন্ন ধরনের বড় বড় যানবাহনের মাধ্যমে বালু সরবরাহ ও বিক্রয় করা হচ্ছে। এতে আমাদের পরিবেশ দূষিত ও সরকারি রাস্তাসহ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যার সমাধানে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় প্রায় ২ শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment