রাজউক থেকে দেওয়া জমি ফেরত চান অঞ্জনা

রাজউক থেকে দেওয়া জমি ফেরত চান অঞ্জনা

 জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী চিত্র নায়িকা অঞ্জনা। প্রায় তিনশতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে এদেশের মানুষের মনের মণি কোঠায় স্থান করে নিয়েছেন।

রাজউক থেকে দেওয়া জমি ফেরত চান অঞ্জনা

এরও আগে পেয়ে ছিলেন বঙ্গবন্ধুর স্নেহের ¯েœহের পরশ। এশীয় মহাদেশীয় নৃত্যশিল্পী প্রতিযোগিতায় ছিনিয়ে এনেছিলেন বিজয়ের মুকুট। বঙ্গবন্ধুর আর্শিবাদ পাওয়া অঞ্জনা সুলতানা বর্তমানে সক্রিয় আওয়ামী লীগের রাজনীতিতে। অঞ্জনা সুলতানা বয়সের একটি প্রান্তে এসে এখন উপনীত হয়েছেন। একান্ত আলাপ চারিতায় অঞ্জনা আক্ষেপের সুরে বললেন, ‘সেই ছোট্ট বেলা থেকে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বড় হয়েছি। আমার সৌভাগ্য হয়েছিলো এই মহান মানুষটির আশীর্বাদ পাবার। বর্তমানে দিন রাত পরিশ্রম করছি আওয়ামী লীগের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমি ১৯৮৭ সালে রাজউক থেকে ৫ কাঠা জমি পেয়েছিলাম। কিন্তু সে জমি আজও আমাকে হস্তান্তর করা হয়নি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ করার কারনে আমি আমার জমি বুঝে পাইনি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ততকালীন ভুমি মন্ত্রী আমাকে বিএনপিতে যোগ দিতে বলে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে বড় হওয়ার কারনে আমি তার প্রস্তাবে রাজি হইনি। সেই সময় রাজউক এর চেয়ারম্যান আমার কাছে ঘুষও চেয়েছিল। তার কাছেও আমি মাথা নত করিনি।’ অঞ্জনা সুলতানা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘আমার জমি এখনো বুঝে পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার প্রাপ্য জায়গাটা বুঝিয়ে দেন আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো। আমি বিশ্বাস করি আপা আমাকে নিরাশ করবেন না। আমি অবশ্যই আমার জমি পাব। আমি আর সাবিনা ইয়াসমিন একসঙ্গে জমি বরাদ্দ পেয়েছিলাম। কিন্তু সাবিনা ইয়াসমিনকে আপা তার জমিটা বুঝিয়ে দিয়েছেন। এখন আমি আমারটা পাওয়ার অপেক্ষায় আছি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment