সাভারে চাঁদার দাবীতে ফ্যাক্টরীর মেশিন আটকে রাখার অভিযোগ ব্যবসায়ীকে প্রান-নাশের হুমকি

সাভারে চাঁদার দাবীতে ফ্যাক্টরীর মেশিন আটকে রাখার অভিযোগ ব্যবসায়ীকে প্রান-নাশের হুমকি


সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
সাভারে চাঁদার দাবীতে জাহাঙ্গীর আলম নামে এক গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ীর ফ্যাক্টরীর ৫০ লক্ষ টাকা মূল্যের মোট ৯ টি মেশিন আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করলে ব্যবসায়ীকে প্রানে মেরে ফেলারও হুমকি প্রদান করা হয়।
সাভারে চাঁদার দাবীতে ফ্যাক্টরীর মেশিন আটকে রাখার অভিযোগ ব্যবসায়ীকে প্রান-নাশের হুমকিভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সে মসিক ভাড়ার চুক্তিতে প্রায় ৪ বছর পুর্বে মোঃ সাইদ হোসেন নামে এক ব্যক্তির কাছে তার মেশিনারিজ সহ সাভারের জোরপুল এলাকায় অবস্থিত বায়োটেক এক্সেসরিজ নামের ফ্যাক্টরীটি ভাড়া দেন। এদিকে গত কিছুদিন পুর্বে মোঃ সাইদ হোসেন মেশিনারিজ সহ ভাড়াকৃত ফ্যাক্টরী পুনরায় মূল মালিক জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তর করলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গতকাল জোরপুলস্থ ঐ ফ্যাক্টরী হতে তার মেশিনারিজ আনতে গেলে মোঃ সাত্তার (৩৫), মোঃ রাইদুল (৫০) সহ অজ্ঞাতনামা কয়েকজন কিছু স্থানীয় সন্ত্রাসী নিয়ে ঐ ফ্যাক্টরীতে যায় এবং একটি ফটোকপি করা কাগজ নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে নগদ ২ লক্ষ টাকা পাওনা আছে বলে দাবী করে। ঐ ব্যবসায়ীর নিকট তারা কিসের টাকা পাওনা আছে জানতে চাইলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে চড়-থাপ্পর মেরে টাকা দিয়ে মেশিন নিয়ে যেতে বলে। তাদের দাবীকৃত টাকা পরিশোধ না করলে ব্যবসায়ীকে প্রাননাশেরও হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাত্তারকে অভিযুক্ত করে একটি চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তবে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোঃ সাত্তার দাবী করেন, ব্যবসায়ীর নিকট তিনি কোন চাঁদা দাবী করেননি। তিনি যেই ২ লক্ষ টাকা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের নিকট দাবী করেছেন তা তার কাছ থেকে জাহাঙ্গীর আলম ব্যক্তিগত ভাবে ঋন হিসাবে গ্রহন করেছেন এবং তার যাবতীয় প্রমান মোঃ সাত্তারের কাছে সংরক্ষিত আছে। উল্লেখ্য ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কুষ্টিয়া জেলার, মিরপুর থানার কুশাবাড়িয়া গ্রামের মৃত মক্কেল আলী মন্ডলের ছেলে। অন্যদিকে অভিযুক্ত মোঃ সাত্তার একই থানাধীন পার্শ্ববর্তি নওদা আজমপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment