ঘন কুয়াশা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৭ ঘন্টা পর ফেরি সার্ভিস শুরু

ঘন কুয়াশা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৭ ঘন্টা পর ফেরি সার্ভিস শুরু

Brand Bazaar

 মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)॥

ঘন কুয়াশার চাঁদরে শিমুলিয়া -কাঁঠালবাড়ি নৌরুটে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি সার্ভিস সচল হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে বন্ধ হয়ে যায় দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস।

ঘন কুয়াশা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৭ ঘন্টা পর ফেরি সার্ভিস শুরু

এতে মাঝ পদ্মায় আটকা পড়ে ৫টি ফেরি। কনকনে শীতে রাতভর আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে নৈশকোচসহ ৫ শতাধিক যানবাহন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। বিআইডব্লিউটিসি এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত দেড়টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশকিছু যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment