উইন্ডিজ পেসারের বোলিং অ্যাকশনে সন্দেহ

Brand Bazaar

নিউজিল্যান্ড সফরটা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টেস্টে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচ ওয়ানডেতে ২-০ ব্যবধানে হেরে সিরিজ খুঁইয়েছে দলটি।

এ হারের সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে চলতি সিরিজে দলটির অভিষিক্ত বোলার রন্সফোর্ড বিটনের অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। উইন্ডিজ টিম ম্যানেজমেন্টের কাছে ম্যাচ অফিসিয়ালরা রিপোর্ট দিয়েছেন। ফলে ক্যারিয়ারের শুরুতেই বড় ঝামেলায় পড়লেন ২৫ বছর বয়সী ডানহাতি এ পেসার।

আইসিসির প্রক্রিয়ার অধীনে বিটনের সন্দেহজনক বোলিং অ্যাকশন যাচাই-বাছাই করা হবে। ১৪ দিনের মধ্যে আইসিসিরি অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিতে হবে তাকে। রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তার আন্তর্জাতিক বোলিংয়ে কোনো বাধা নেই। ফলে একই গ্রাউন্ডে শেষ ওডিআইতে বোলিং করতে পারবেন বিটন।

টি-টোয়েন্টি ক্রিকেট গত কয়েক বছর ধরে বেশ আধিপত্য দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ওয়ানডে ও টেস্টে বেশ ধুঁকছে উইন্ডিজরা। ২০১৭ সালে এখন পর্যন্ত ২১ ম্যাচের মধ্যে ১৫টিতেই হারের লজ্জায় ডুবতে হয়েছে তাদের। ২৬ ডিসেম্বর বছরের শেষ ওয়ানডে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ১৭ ওভারে ১০২ রানের বিনিময়ে ১ উইকেট বোলিং অ্যাকশনের ঝামেলায় পড়া বিটন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment