লৌহজংয়ে উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

লৌহজংয়ে উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

 

মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার,(মুন্সীগঞ্জ)ঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার অনুষ্ঠিত হয়। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব (সরকারের সচিব) আকতারী মমতাজ।

লৌহজংয়ে উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপসচিব মহিউদ্দিন খাঁ, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। এসময় আরোও বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) রাজিব খান, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোজাম্মেল হক, লৌহজং-তেউটিয়া ইউ.পি. চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, কনকসার ইউ.পি. চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কনকসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মাষ্টার, দৈনিক সভ্যতার আলো’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু প্রমুখ। সভায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আসন্ন ১১ই জানুয়ারী থেকে ১৩ই জানুয়ারী পর্যন্ত তিনদিন উন্নয়ন মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব আকতারী মমতাজ সভায় বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেলাকে সফল করার জন্য অনেকগুলো দিকনির্দেশনা দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment