ছাত্র রাজনীতিই-রাজনীতির মূল স্রোত ধারা : দূর্জয়

ছাত্র রাজনীতিই-রাজনীতির মূল স্রোত ধারা : দূর্জয়

 কামরুল হাসান খান :

ছাত্র রাজনীতিই-রাজনীতির মূল স্রোতধারা। কোন দেশের ছাত্র রাজনীতির উপর নির্ভর করে ঐদেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে-জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।

ছাত্র রাজনীতিই-রাজনীতির মূল স্রোত ধারা : দূর্জয়

 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য ও ঢাকা জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান,সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো,যুগ্ম-সম্পাদক সুলতানুল আযম খান আপেল,এ্যাডভোকেট বদরুল ইসলাম বাবলু,মহিলা আ’লীগের সভানেত্রী নীনা রহমান,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,আমিরুল ইসলাম মট্টু,সুদেব সাহা,এফবিসিসিআইএর পরিচালক,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তোসাদ্দেক হোসেন খান টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহবুবুর রহমান জনি,দৌলতপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস, দিঘী ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা,জেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার,সাধারন সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:রফিকুল ইসলাম চৌধুরী রানা,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনমুনসহ আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে যারা বাধাগ্রস্হ করতে চায় তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর জন্য চাই সম্মিলিত প্রচেষ্টা।তিনি বলেন,আজ স্বাধীনতা বিরোধী একটি শক্তি দেশের শান্তিপ্রিয় সাধারন মানুষকে ভূল বোঝানোর অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। এরা স্বাধীনতার শত্রু। এদের দ্বারা দেশ ও জাতির কল্যান কোনদিনও সম্ভবপর নয়। এদেরকে প্রতিহত করতে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করে গড়ে তুলতে হবে।তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার অাশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment