প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেল কিশোরীরা

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেল কিশোরীরা

Brand Bazaar

ফুটবল এখনও বিশ্বের প্রধান ও জনপ্রিয় খেলা। বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের প্রথম পছন্দের খেলা ছিল ফুটবল। গ্রাম-গঞ্জে এখনও বড় কোন ফুটবল ম্যাচ আয়োজন হলে হাজার হাজার মানুষ মাঠের পাশে দাঁড়িয়ে যায় খেলা দেখতে। কিন্তু মানসম্পন্ন খেলোয়াড় তৈরি না হওয়ায় দিনে দিনে অন্ধকারে ডুবছে এই খেলাটি।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেল কিশোরীরা

ফুটবল প্রেমীদের জন্য খুশির খবর এটাই যে সাম্প্রতিক সময়ে দেশে অথবা বিদেশে আলো ছড়িয়ে যাচ্ছে বয়ষভিত্তিক দলগুলো। সর্বশেষ তার নজির গড়েছেন লাল সবুজের মেয়েরা। দেশের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ফাইনালে ভারতকে হারিয়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বছরের শেষ বেলায় কিশোরী ফুটবলারদের এই নৈপুণ্যে নতুন করে জাগিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলকে। মেয়েদের পারফরম্যান্সে খুশি খেলাপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনার পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেয়া হয় এক লাখ টাকা করে। গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment