গাইবান্ধায় তীব্র শীতে ছিন্নমূল মানুষেরা দুর্ভোগে

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলায় তীব্র শীতে ছিন্নমূল মানুষেরা নানা দুর্ভোগে পড়েছে। গত কয়েক দিনের টানা শৈত্য প্রবাহ আর ঘনকুয়াশায় চরম বেকায়দায় পড়েছে দরিদ্র পরিবারের মানুষ। অনেকের গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে কোনমতে শীত নিবারণ করতে দেখা গেছে। দিন-রাত ঘন কুয়াশাগুলো বৃষ্টির মত শিশির পড়েছে। হিমেল হাওয়া ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে সর্বত্র। সুর্য্যরে আলো মাঝে মধ্যে উঁকিঝুঁকি মারছে। অসহনীয় শীতের কারণে শ্রম বিক্রি করতে ঘর থেকে বেরুতে পারছেন না। ফলে অর্ধাহারে দিনাতিপাত করছে শ্রমজীবি

মানুষেরা। গাইবান্ধায় দিনের বেলাও ট্রেন বাসসহ সকল প্রকার যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদী পথে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের চরাঞ্চলের গ্রামগুলোর সাথে জেলা ও উপজেলা সদরের নৌ চলাচল বিঘিœত হওয়া চরাঞ্চলের মানুষদের চরম বিপাকে পড়তে হয়েছে। শুক্রবার সকালে জেলার হাসপাতাল কর্মরত চিকিৎসকেরা জানান, জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে শীতজনিত সর্দি কাশি, হাপানি, পেটের পীড়া, কোল্ড ডায়রিয়া রোগীদের ভীড় পরিলক্ষিত হয়। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। এদিকে তীব্র ঠান্ডা ও কুয়াশায় সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। গত কয়েকদিনের শীতের কারণে গরম কাপড়ের দোকানগুলোতে শীতবস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা গরম কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। আর বিত্তবান মানুষ ওই বস্ত্র কিনতে পারলেও গরীব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে শীতবস্ত্রের অভাবে দরিদ্র-ছিন্নমূর মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment