স্মিথের নতুন কীর্তি

ইংল্যান্ডের লেগ স্পিনার মেসন ক্রেনের লেগ স্ট্যাম্পের বাইরের বলটা স্কয়ার লেগে আলতোভাবে খেললেন স্টিভেন স্মিথ। প্রান্ত বদল করলেন অসি অধিনায়ক। এক রানে নামের পাশে যোগ হলো ২৬ রান। আর এই ২৬ রানের সুবাদে সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক।
৫৯৭৪ রানে সিডনি টেস্ট শুরু করেছিলেন স্মিথ। বছরের শেষ ইনিংসে সেঞ্চুরির স্বাদ পাওয়া স্মিথ সিডনিতেও দ্যুতি ছড়াচ্ছিলেন শুরু থেকে। শুক্রবার দ্বিতীয় দিনের শেষ সেশনে ২৬ রান তুলে টেস্ট ক্যারিয়ারে ছয় রানের মাইলফলক স্পর্শ করেন অসি অধিনায়ক। গড়লেন নতুন কীর্তি।

১১১তম ইনিংসে ছয় হাজার রান পূর্ণ করলেন স্মিথ। সমান সংখ্যক ইনিংসে একই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। স্যার গ্যারি সোবার্স ও স্মিথ যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
আর সবার আগে সাদা পোশাকে এ কীর্তি গড়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। ছয় হাজার রান ছুঁতে ডন ব্র্যাডম্যানের লেগেছিল মাত্র ৬৮ ইনিংস।
৭৬.৭৬ গড়ে ১৩০৫ রান নিয়ে বছর শেষ করেছিলেন স্মিথ। এবারের শুরুটাও ভালো হল। আলো ছড়ানো ইনিংসটি এরই মধ্যে রেকর্ডবুকে ঠাঁই পেয়েছে। স্মিথ ইনিংসটি বড় করতে পারেন কিনা সেটাই দেখার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment