গীতিকার ও শিল্পীগন দেশ স্বাধীন এ অন্যন্য ভূমিকা রেখেছেন -প্রতিমন্ত্রী এমএ মান্নান

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি # গান শুনি, গান ভাল লাগে। ভাল গান লিখে এবং গেয়ে গীতিকার ও শিল্পীগণ স্বাধীনতা যুদ্ধে অন্যন্য ভূমিৃকা রেখেছেন। দেশের উন্নয়নের কথা জনগণের হৃদয়ে গেঁথে দিতে পারেন গীতিকার ও শিল্পীগন। বই ছাপায় এখন তেমন খরচ লাগে না। গীতিকারদের বই ছাপাতে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। পরিশ্রমি মানুষের উন্নয়নে আমরা সবসময় মানুষের পাশে আছি। শুক্রবার(৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা গীতিকার ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথা গুলো বলেন। গীতিকার ফোরামের সভাপতি
শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও গীতিকার ফোরামের সাধারণ সম্পাদক অরুণ তালুকদারের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, বাউল মকরম আলী শাহ্, জেলা পরিষদ সদস্য জমিরুলএ ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আলম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম পলাশ ও অনীশ তালুকদার বাপ্পু। আলোচনা সভা শেষে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। পরে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment