বিশ্বব্যাপী ৫০ হাজার ল্যাপটপ ব্যাটারি ফেরত নিচ্ছে এইচপি

Brand Bazaar

বিশ্বের অন্যতম পিসি ও প্রিন্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ল্যাপটপের ৫০ হাজার লিথিয়াম আয়ন ব্যাটারি ফেরত চেয়েছে। এই ব্যাটারিগুলোতে রয়েছে অগ্নিকাণ্ড ও অধিক গরম হয়ে যাওয়ার ঝুঁকি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ব্যাটারি আনুষঙ্গিক হিসেবে বিক্রি করা হয়েছে অথবা এইচপি বা এর কোনো অনুমোদিত ডিলারকর্তৃক বদলে দেওয়া হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৭ এর ডিসেম্বরের মধ্যে বিক্রি হওয়া ডিভাইসের ব্যাটারিগুলোতে এই সমস্যা পাওয়া গেছে বলে গ্যাজেটস নাউয়ের খবরে বলা হয়েছে।

 

৫ জানুয়ারি শুক্রবার এইচপি এক ব্লগ পোস্টে জানিয়েছে, সব এইচপি পণ্যের মান এবং নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার। ‘সম্প্রতি আমরা জেনেছি আমাদের কিছু সরবরাহকারী করতিক নির্দিষ্ট কিছু নোটবুক কম্পিউটার আর মোবাইল ওয়ার্কস্টেশনে ব্যবহৃত ব্যাটারিগুলোতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে।’ব্লগ পোস্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি এই সমস্যা শনাক্ত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে নিজে থেকেই এই ব্যাটারিগুলো ফেরত নিচ্ছে এবং বদলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন বা ইউএস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন তথ্যমতে, এইচপি ‘প্রোবুক’ (৬৪এক্স জি২ আর জি৩ সিরিজ, ৬৫এক্স জি২ আর জি৩ সিরিজ), এইচপিএক্স ৩১০ জি২, এইচপি ‘এনভি’ এম৬, এইচপি ‘প্যাভিলিয়ন’ এক্স৩৬০, এইচপি ১১, এইচপি ‘জেডবুক’ (১৭ জি৩, ১৭ জি৪ এবং ‘স্টুডিও’ জি৩) মোবাইল ওয়ার্কস্টেশনেও এই সমস্যা রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment