মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি দুই দালালকে আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি দুই দালালকে আটক

Brand Bazaar

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি দুই দালালকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিওিতে আমপাং পান্ডানিন্ডা এলাকার একটি অফিস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫৮টি বাংলাদেশি পাসপোর্ট, ২৬ টি ই-কার্ড, বাংলাদেশ দূতাবাসের ১১ টি রাবার ষ্ট্যাম্প এবং একটি কম্পিউটার জব্দ করা হয়।

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি দুই দালালকে আটক

এ তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুকে সেরি মোস্তাফার আলী।

তিনি আরো জানান, দুই বাংলাদেশি দালাল দীর্ঘদিন থেকে জাল ভিসা বানিয়ে অবৈধভাবে মানুষকে মালয়েশিয়া নিয়ে এসে প্রতারণার সাথে সম্পৃক্ত থাকায় তাদের আটক করা হয়েছে। এদিকে পাসপোর্ট জালিয়াতির দায়ে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা হয়নি।

Brand Bazaar

মোস্তাফার আলী বলেন, আমরা এখনো তদন্ত করছি আরো যারা এর সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে ১২ (১) ১৯৬৬ পাসপোর্ট আইনে তাদের বিচার করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরণের পাসপোর্ট জালিয়াতি বা প্রতারণার কাজে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment