সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের দিনে নীলফামারীতে ২.৯

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের দিনে নীলফামারীতে ২.৯

নীলফামারীর সৈয়দপুরে সোমবার (৮ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত  জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তবে আজ সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি। রবিবার (৭ জানুয়ারি) নীলফামারীর তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে গত কয়েকদিন নীলফামারীতে তাপমাত্রা কমছে। তীব্র শীতে দুর্ভোগ বাড়ছে ছিন্নমূল মানুষের। ঠাণ্ডায় ফসলের ক্ষেতেও কাজ করতে পারছেন না কৃষকরা।
সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের দিনে নীলফামারীতে ২.৯জেলা প্রশাসক খালেদ রহীম বলেন, শীতবস্ত্রের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। দুস্থ,দরিদ্র ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য প্রশাসনের পাশাপাশি শীত বস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগে ২০১৩ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের দিকে আজ  সূর্যের দেখা মিলেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment