ছাত্রলীগ নেতার ইয়াবা ‘সেবন’, ছবি ভাইরাল

ছাত্রলীগ নেতার ইয়াবা ‘সেবন’, ছবি ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের এক নেতার ইয়াবা ‘সেবনের’ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ইয়াবা সেবনকারী হাসিবুর রহমান তুষার ঢাবি ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক।

গত ৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রাপূর্ব অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য নির্দেশ দেন। এরই মধ্যে ঢাবি শাখা ছাত্রলীগের এই নেতার ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছাত্রলীগ নেতার ইয়াবা ‘সেবন’, ছবি ভাইরাল

তবে বিষয়টি অস্বীকার করেন হাসিবুর রহমান তুষার। তিনি বলেন, ‘ছবিটি দেখে আমি নিজেও শক্ড। কারণ এটি এডিট করা, এটি আমার ছবি নয়, যা আপনি ভালো করে লক্ষ করলে দেখবেন।’

কিন্তু লাল পাঞ্জাবি পরিহিত তুষারের আরেকটি ছবির সঙ্গে ইয়াবা সেবনের সময়ে ছবিতে পরিহিত পাঞ্জাবির মধ্যে মিল পাওয়া যায়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবি ছাত্রলীগের এক নেতা বলেন, ‘মাদকমুক্ত দেশ গড়তে ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আর ছাত্রলীগের এই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন প্রত্যেকটা নেতাকর্মী মাদক থেকে দূরে থাকবেন।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি এবং খোঁজখবর নিচ্ছি। তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

 

Brand Bazaar

এর আগে গত ১ জানুয়ারি দিবাগত রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ইমরান জমাদ্দার নামের ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার রুম ভেঙে মারধর করার অভিযোগ ওঠে হাসিবুর রহমান তুষারের বিরুদ্ধে, যা এখন তদন্তনাধীন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কারণ সমাজকে মাদকমুক্ত করতে ছাত্রলীগ সব সময় আন্দোলন করে আসছে।’

আগের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি—এ বিষয়ে আবিদ আল হাসান বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যস্ত ছিলাম, এ জন্য তদন্ত কমিটি করতে পারিনি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment