নারী যাত্রীর অন্তর্বাসে লুকানো ছিল ২৪ পিস স্বর্ণ

নারী যাত্রীর অন্তর্বাসে লুকানো ছিল ২৪ পিস স্বর্ণ

মঙ্গলবার (০৯ জানুয়ারি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে তিন কেজি স্বর্ণসহ এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। ইউএস বাংলা এয়ারলাইনসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন জান্নাতুল ফেরদৌস নামে এক নারী।

আটককৃত নারীর কাছ থেকে ২৪ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ২৩ বছর বয়সী এই নারীর বাড়ি নরসিংদী জেলায়। তিনি ইউএস বাংলার ফ্লাইট বিএস-৩২২ যোগে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন। ফ্লাইটটি মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে।

নারী যাত্রীর অন্তর্বাসে লুকানো ছিল ২৪ পিস স্বর্ণ

এই আরোহী স্বর্ণগুলো তার অন্তর্বাসে লুকিয়ে আনেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখেন এবং ডোমেস্টিক টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ২ দশমিক ৭৮৫ কেজি। দাম প্রায় ১ দশমিক ৩৯ কোটি টাকা। এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment