দাকোপে উপজেলায় আজথেকে শুরু হলো উন্নয়ন মেলা-২০১৮

মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  বর্ণাঢ্য র‌্যালী দাকোপ উপজেলার চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠ চত্ত্বরে ফিতা কেঁটে মেলার শুভ উদ্বোধন করেন উক্ত সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, এ্যাড. সুভদ্রা সরকার, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, বিনয় কৃষ্ণ রায়। সভায় বক্তব্য করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ কাদের, প্রকৌশলী তৌফিক জোয়াদ্দার, প্রথমিক শিক্ষক
কর্মকর্তা মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা সোহেল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব রহমান, সমবায় কর্মকর্তা গৌর হরি বালা, প্রেস ক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডলসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শত শত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঘুরেঘুরে উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।
সন্ধ্যায় মেলা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment