বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মুজিবনগরে উন্নয়ন মেলা পালিত

রেজাউল করিম মেহেরপুর প্রতিনিধিঃ ”উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী,বিভিন্ন উন্নয়নের চিত্র প্রদর্শন ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুজিবনগরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা পালিত হচ্ছে। বৃহসপ্রতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।এ সময় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তা-

কর্মচারীবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ সাধারন জনগন উক্ত র‌্যালীতে অংশ নেন।পরে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত আলোচনা সভা মঞ্চে জাতীর উদ্যেশে গত কয়েক বছরে সরকারের সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।এদিকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় অনুষ্টিত উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।উন্নয়ন মেলায় উপজেলা প্রষাসনসহ সকল অধিদপ্তর ও বিভিন্ন সংস্থার আয়োজনে মুজিবনগর উপজেলার সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের ৪২টি স্টল বসিয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment