সিলেটে ছাত্রলীগ কর্মী তানিম খুন: চারদিন পর ২৯ জনের নামে মামলা

 

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনার মামলা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে নিহত তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে ২৯ জনকে আসামি করে চারদিনের মাথায় শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছে- আজাদ গ্রুপের জয়নাল আবেদীন ডায়মন্ড,সাদিকুর রহমান আজলা, রুহেল আহমদসহ ২৯জন। এরমধ্যে পুলিশ ডায়মন্ড ও রুহেলকে সোমবার তানিম আটক করে কারাগারে প্রেরণ করে।

সিলেটে ছাত্রলীগ কর্মী তানিম খুন: চারদিন পর ২৯ জনের নামে মামলা

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি আকতার হোসেন বলেন, নিহত ছাত্রলীগ কর্মী তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে ২৯জনকে আসামি করে বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের স্বার্থে আর কারও নাম প্রকাশে অনিহা প্রকাশ করেন তিনি। ওসি আরো বলেন, ঘটনার পর তানিমের পরিবারের কেউই থানায় অভিযোগ না করায় মামলাটি নথিভুক্ত করতে বিলম্ব হয়।

গত রোরবার সিলেট নগরীর টিলাগড় এলাকায় আধিপত্যের জের ধরে গলায়ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করার হয় ছাত্রলীগ কর্মী তানিমকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment