তিন ‘জঙ্গি’ ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেয়

তিন 'জঙ্গি' ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেয়

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘আত্মঘাতী’ হওয়া তিন জঙ্গি গত ৪ জানুয়ারি বাসাটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় তারা ভুয়া জাতীয় পরিচয়পত্র জমা দেয় বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থলে পাওয়া একটি ন্যাশনাল আইডি ও তার ফটোকপি দেখে র‌্যাব এই সন্দেহ প্রকাশ করেছে।

তিন 'জঙ্গি' ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেয়

শুক্রবার সকালে ঘটনাস্থলের কাছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা জাহিদ নামে একটি জাতীয় পরিচয়পত্র ভেতরে পেয়েছি। তবে এটা আসল কিনা নিশ্চিত না। একই জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে অন্য নাম। ফটোকপিতে লেখা সজীব। তাই আমরা ধারণা করছি জাতীয় পরিচয়পত্রটি ফেক (ভুয়া)।’ডিজি বলেন, ‘নিহত তিনজনই পুরুষ। তাদের বয়স ২০/৩০ বছরের মধ্যে। এ মাসের ৪ তারিখ তারা রুমটি ভাড়া নেয়। কিন্তু বাড়িওয়ালা জানেই না তার বাড়িতে নতুন মেম্বার উঠেছে। তিনি তার বাড়িটি ভাড়া দেওয়ার জন্য রুবেল নামে একজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন। রুবেলই মেস ভাড়া দিয়ে থাকে। আমি বাড়িওয়ালাদের অনুরোধ করবো ভাড়াটিয়া সম্পর্ক তথ্য রাখুন। সন্দেহ হলে আমাদের জানান।’.

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment