ঘন কুয়াশা শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ফেরি সার্ভিস ৮ ঘন্টা পর সচল

ঘন কুয়াশা শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ফেরি সার্ভিস ৮ ঘন্টা পর সচল

 মো. মানিক মিয়া. (মুন্সীগঞ্জ)॥

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টায় সচল হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত ২টা থেকে বন্ধ হয়ে যায়। এই সময় ধরে কনকনে শীতে অর্ধসহস্্রাধীক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৬টি ফেরি।

ঘন কুয়াশা শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ফেরি সার্ভিস ৮ ঘন্টা পর সচল

শিমুলিয়া প্রান্তে পরাপারের অপেক্ষায় থাকা যানের পরিমান তিন শতাধিক। তবে কুয়াশা কেটে যাবার পর এখন পরাপার স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, রাত ২টায় আকস্মিক কুয়াশার চাঁদরে ঢাকা পরে নৌপথটি। এতে বিকন বাতি বা খুব কাছের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি সার্ভিস সোমবার সকাল ১০টার পর আবার সচল হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment