দোহারের জয়পাড়া কলেজকে সরকারিকরন নিয়ে সংবাদ সম্মেলন

দোহারের জয়পাড়া কলেজকে সরকারিকরন নিয়ে সংবাদ সম্মেলন

 দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলার সর্বোচ্চ প্রাচীন বিদ্যাপীঠ জয়পাড়া ডিগ্রী কলেজকে সরকারিকরন নিয়ে হাইকোট আদালতে শুনানী আগামী ১৬ জানুয়ারী দিন ধার্য্য রয়েছে।একইসাথে উপজেলার মুকসেদপুরে অবস্থিত পদ্মা ডিগ্রী কলেজ জাতীয়করনের সকল প্রক্রিয়া স্থগিত করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। জানা যায়,দোহার উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জয়পাড়া ডিগ্রী কলেজকে জাতীয়করন না করে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দুরে অবস্থিত পদ্মা ডিগ্রী কলেজকে জাতীয়করনের ঘোষনা দেওয়া হয়।এতে ক্ষুব্ধ হয় জয়পাড়া কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

দোহারের জয়পাড়া কলেজকে সরকারিকরন নিয়ে সংবাদ সম্মেলন

পরবর্তীতে জয়পাড়া কলেজকে কেন সরকারিকরন করা হবে না এইমর্মে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে একটি রিট আবেদন করা হয়।রিট নং-২২৯০/২০১৭ কলেজ ও আদালত সুত্রে আরোও জানা যায়,ওই রিট আবেদনের শুনানীতে আবেদনকারীরা হাইকোর্টকে জানান,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করন নীতিমালা ২০১৬ এর শর্ত পূরন না করে পদ্মা কলেজকে জাতীয়করনের তালিকাভুক্ত করা হয়েছে।অথচ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জয়পাড়া ডিগ্রী কলেজের নীতিমালার শর্ত পূরন করেছে এবং অধিকাংশ শিক্ষকই এমপিওভুক্ত রয়েছেন। শুনানী শেষে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো.ফারুকের আদালত বেঞ্চে পদ্মা ডিগ্রী কলেজের জাতীয়করনের প্রক্রিয়া রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন এবং জয়পাড়া কলেজকে কেন জাতীয়করন করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে অবহিত করে রুল জারী করেন এবং আগামী মঙ্গলবার ১৬ জানুয়ারী চুড়ান্ত শুনানীর দিন ধার্য্য করা হয়। এ বিষয়ে রিট আবেদনকারী জয়পাড়া কলেজের সাবেক জিএস ও গর্ভনিং বডির সদস্য আব্দুর রহমান আকন্দ জানান,২০০৮ সালে জয়পাড়া উপজেলার বড় মাঠে নির্বাচনী জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন জয়পাড়া কলেজকে সরকারি করা হবে।কিন্তু সকল যোগ্যতা থাকা সত্বেও জয়পাড়া কলেজকে জাতীয়করন থেকে বঞ্চিত করা হয়েছে।আমাদের যৌক্তিক দাবির সুরাহা পেতে আমরা উচ্চ আদালতে রিট করেছি এবং আগামী মঙ্গলবার ১৬ জানুয়ারী চুড়ান্ত শুনানীর দিন ধার্য্য করা হয়।আমরা আশা করছি এবার আমরা দোহারবাসী আদালতের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। এ বিষয়ে জয়পাড়া কলেজের অধ্যাক্ষ সমকালকে বলেন,রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হোক এটাই আমার প্রত্যাশা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment