নওগাঁয় তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহে শীত কমেনি॥ জনজীবন কাহিল

নওগাঁয় তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহে শীত কমেনি॥ জনজীবন কাহিল

নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ অঞ্চলে তাপমাত্রা ক্রমশঃ বাড়তে শুরু করলেও শীতের তীব্রতা কমেনি। রবিবার দিনভর সূর্যের দেখা মেলেনি। শৈত্যপ্রবাহ বাড়ার কারনে মানুষ থরথর করে কাঁপছে। শীতের তীব্রতা যেন বাড়ছেই। মানুষের পাশাপাশি প্রাণীকুলও কাহিল হয়ে পড়েছে। নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সর্বনি¤œ তাপমাতা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শৈত্য প্রবাহ ছিল প্রবল। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে বলে সূত্র জানায়।
নওগাঁয় তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহে শীত কমেনি॥ জনজীবন কাহিলএদিকে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁ জেলার সর্বত্র প্রায় ২ সপ্তাহ ধরে প্রচন্ড শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বয়ে চলছে। মধ্যরাত থেকে পরদিন দুপুর, কোন কোন দিন পুরো দিনই সূর্যের মুখ দেখা যায় না। প্রচন্ড শীতের সঙ্গে ঘন কুয়াশার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলো। অনেকে গরম কাপড়ের অভাবে ঘর থেকে বের হতে পারছেনা। এদিকে আর কয়েক দিন পর শুরু হবে মাঠে বোরো ধান রোপনের কাজ। কিন্তু আকস্মিক শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে অনেক কৃষকের বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment