রুবেলের উইকেটের সেঞ্চুরি

ওভারের ক্রিকেটে শততত উইকেটের মালিক হলেন পেসার রুবেল হোসেনজিম্বাবুয়ে ব্যাটসম্যান তেন্দাই চাতারাকেবোল্ড করেই এই কীর্তি গড়েছেন তিনি

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৮১তম ম্যাচ খেলতে নামা রুবেল শুরু থেকে ছিলেন দুর্দান্ত। তার ওপর আস্থা ছিল বলে ২১তম ওভারে রুবেলের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি।  আর নিজের সেই প্রথম ওভারে পেতে পারতেন ম্যালকম ওয়ালারের উইকেট। কিন্তু স্লিপে দাঁড়ানো নাসির সহজ ক্যাচ ফেলে দিলে  শুরুতেই হোঁচট খান রুবেল।যদিও নিজের করা শেষ ওভারে ছিলেন সফল। তুলে নেন দুটি উইকেট। আর তাতেই শততম উইকেট শিকারির তালিকায় ঢুকে যান রুবেল। সবমিলিয়ে দুই স্পেলে পাঁচ ওভার বোলিং করেন তিনি। প্রথম স্পেলে চার ওভারে ২২ রান খরচায় থাকেন উইকেট শূন্য।দ্বিতীয় স্পেলে দলীয় ৪৮তম ওভারে মাশরাফি বল তুলে  দেন রুবেলের হাতে। ডেথ ওভারে তার প্রভাবটা বরাবরের মতোই ছিল আগ্রাসী। পর পর দুই বলে প্রথমে পিজে মুর (৩৩) ও তেন্দাই চাতারাকে (০) সাজঘরে ফেরান।  হ্যাটট্রিকের সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন ৮১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা এই পেসার।সবমিলিয়ে শেষ ওভারে দুই রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়ে মাশরাফি-সাকিবদের সঙ্গে শততম উইকেট  শিকারির তালিকাতে ঢুকলেন ২৮ বছর বয়সী পেসার। রুবেলের সেরা বোলিং ফিগার নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট। ২০১৩ সালে ঢাকাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।রুবেলের আগে একশো বা ততোধিক উইকেটর মালিক হয়েছেন বাংলাদেশের চার বোলার। সবচেয়ে বেশি ২৩২ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন মাশরাফি। ১৮১ ম্যাচে ওয়ানডে অধিনায়কের উইকেট সংখ্যা ২৩২টি। মাশরাফির সঙ্গে সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা এখন ২২৯টি।এই তালিকাতে তৃতীয় অবস্থানে আছেন অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি। এছাড়া বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকও আছেন তালিকার চতুর্থ স্থানে। ১২৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১৯।  বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে রুবেল তালিকার পঞ্চম স্থানে আছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment