চকরিয়ায় জমির বিরোধ নিয়ে দেড় মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যা

চকরিয়া প্রতিনিধি:-
চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বড় বোনের কোল থেকে কেড়ে নিয়ে দেড় মাস বয়সী শিশু লতিফা জান্নাত নূরীকে আছাড় মেরে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এরআগে পরস্পরের ঘরে হামলার ঘটনাও ঘটে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আছাড় দিয়ে আহত হওয়া শিশু নূরী বিকাল ৪টার দিকে মারা যায়। পৌরসভার পালাকাটা খোন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।  খোন্দকার পাড়ার কবির আহমদের স্ত্রী ছায়েরা খাতুন চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত শিশু কন্যাকে কোলে নিয়ে আহাজারী করতে করতে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমার কলেজ পড়–য়া বড় মেয়ে মেরী আক্তার দেড় মাস বয়সী ছোট মেয়ে নূরীকে কোলে নিয়ে উঠানে দাঁড়িয়েছিল। এসময় জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা আবু তাহেরসহ ১৫-২০জন দূর্বৃত্ত হঠাৎ বাড়িতে হামলা চালায়। একই সময় বড় মেয়ের কোল থেকে শিশু মেয়েকে কেড়ে নিয়ে উঠানে আছড়িয়ে আহত করে।
চকরিয়ায় জমির বিরোধ নিয়ে দেড় মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যাতিনি আরও বলেন, দেড় মাস বয়সী শিশু মেয়েকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানোর পর বাড়িতে নিয়ে আসা হয়। পরে বিকাল ৪টার দিকে শিশু মেয়ে নূরী অজ্ঞান হয়ে পড়লে তাকে আবারো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহত শিশু মেয়েকে কোলে নিয়ে মা ছায়েরা ও উপস্থিত আত্মীয়রা কান্নাকাটি করছিল। এসময় পুলিশের একটি দল হাসপাতালে এসে ঘটনার বিস্তারিত লিখে নিচ্ছিল।  এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত শিশুর মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment