সুন্দরবনের রূপকথা সিনেমার পরিচালককে দাকোপবাসীর শুভেচ্ছা

সুন্দরবনের রূপকথা সিনেমার পরিচালককে দাকোপবাসীর শুভেচ্ছা

পাপ্পু সাহা দাকোপ (খুলনা):-
এবার ঢাকাতে অনুষ্ঠিত ১৬ তম আন্তর্জাতিক ফিল্ম উৎসবে বাংলাদেশ থেকে ১২টি সিনেমার মধ্যে দাকোপের বাজুয়া ইউনিয়নের সন্তান দেবাশিষ বিশ্বাসের ছবি মনোনীত হওয়ায় দাকোপবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। চলচ্চিত্র শিল্পকে প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের ন্যায় আমাদের দেশে বহু দেশের চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ বিখ্যাত চিত্র নির্মাতাদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মিডিয়া ও দেশের শিল্পাঙ্গন। গত ১২ জানুয়ারী থেকে শুরু হয়েছে ১৬ তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম উৎসব। ৬৪ দেশের মোট ২১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এ উৎসবে।
সুন্দরবনের রূপকথা সিনেমার পরিচালককে দাকোপবাসীর শুভেচ্ছাপ্রতিযোগীতার জন্য বাংলাদেশ থেকে ১২ টি সিনেমার মধ্যে দাকোপের বাজুয়া ইউনিয়নের তরুন ও সর্বকনিষ্ঠ পরিচালক দেবাশিষ বিশ্বাসের “সুন্দরবনের রূপকথা” সিনেমাটি স্থান পাওয়ায় দাকোপবাসীর পক্ষ থেকে উক্ত ছবির পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ছবিটি সুন্দরবন এলাকার গল্প নিয়ে নির্মিত। এর অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে সুন্দরবন এলাকাতেই। ছবিটিতে অধিক নগরায়ন ও শিল্পের কু-প্রভাবে দিনে দিনে কিভাবে সবুজ জনপদ ধংশ হয়ে যাচ্ছে, পুজিবাদিদের দ্বারা কিভাবে অতি দরিদ্্র মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে তার বাস্তব দৃশ্য ফুটে উঠেছে। উৎসবটি চলবে ২০ জানুয়ারী ২০১৮ পর্যন্ত। তরুন পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন দাকোপের বিভিন্ন রাজনৈতীক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment