বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংকৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংকৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

জাকির হোসেন রাজু,বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুর উপজেলা সরকারি প্রাইমারী স্কুল, হাই স্কুল ও মাদরাসার শিক্ষর্থীদের নিয়ে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠাতা উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংকৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকলা ১১.০০ ঘটিকায় উপজেলা হলরুমে এপ্রতিযোগীতায় উপজেলার প্রায় ১৪টি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন। তন্মোধ্য ০৩ (ক,খ,গ) গ্রুপে বিভক্ত হয়ে কেরাত, আযান, হাম, নাত, রচনা বঙ্গন্ধুর ভাষনের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংকৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিতউপজেলা ইসলামী ফাউন্ডেশনের কেয়ার টেকার খাইরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ কেয়ার টেকার মাওঃ ফজলুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার মোছাঃ জোৎ বেগম, বিশ্বম্ভরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ রঞ্জন বিশ্বাস, হাফিজিয়া রফিকিয়া মাদরাসার হাফিজ শিক্ষক হুমায়ূন আহমেদ, ধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল লতিফ, ললিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলফাজ উদ্দিন প্রমূখ। প্রতিযোগীতা শেষে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের কে বঙ্গবন্ধুর বই এবং ইসলামি ফাউন্ডেশনের সনদ বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment