নতুন করে সংলাপের কথা বলা নির্বোধের প্রলাপ ছাড়া কিছুই নয়।

নতুন করে সংলাপের কথা বলা নির্বোধের প্রলাপ ছাড়া কিছুই নয়।

’নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির নতুন করে সংলাপের কথা বলা নির্বোধের প্রলাপ ছাড়া কিছুই নয়। গত নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে বিএনপিকে তার মাশুল দিতে হবে। যেহেতু তারা সংসদে নেই, বিএনপি নেত্রীর বোকামির জন্য নির্বাচনকালীন সরকারে বিএনপির কোন স্থান হবে না।’ প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সভায় অর্থমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘দেশে খাদ্য শস্য উৎপাদন ১ কোটি ১০ লাখ টন থেকে বেড়ে ৪ কোটি টন উৎপাদন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের নয় বছরে উৎপাদন ৪ গুণ বেড়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ন। এবার ১০ লাখ টন মজুদের ব্যাবস্থা করা হয়েছে। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল হয়ে যাবে। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘দেশের মানুষ আর যুদ্ধাপরাধীদের ক্ষমতায় দেখতে চায় না। যারা এতিমের টাকা মেরে খায় তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। আগামী নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার ২০ ভাগ সম্ভাবনাও নেই।’ বিএনপি নেতা মওদুদ আহমদকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘উনি জ্ঞানী মানুষ, লোকে উনাকে জ্ঞানপাপীও বলেন। তিনি নিশ্চয়ই জানেন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। এখানে আর কথার কোনো সুযোগ নেই।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট জেলা সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment