চকরিয়ায় ডুলাহাজারায় বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় নিহত ১, আহত ৩

চকরিয়ায় ডুলাহাজারায় বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় নিহত ১ আহত ৩আটক ১

মোহাম্মদ উল্লাহ : চকরিয়া কক্সবাজার :

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বেপরোয়া গতীতে আসা বালি বোঝাই ডাম্পার গাড়ীর ধাক্কায় মো: আব্দুল্লা(২৫) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ১ রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ঘাতক ডাম্পার সহ অভিযুক্ত ১টি যাত্রীবাহি হাইয়েস ও হাইয়েস চালককে আটক করেছে।

চকরিয়ায় ডুলাহাজারায় বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় নিহত ১ আহত ৩আটক ১

সোমবার (২২ জানুয়ারী) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা উলুবনিয়া রাস্তার মাথায় ঘটেছে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহত যুবক ডুলাহাজারা ৯নং ওয়ার্ড দক্ষিণ রংমহল গ্রামের ওমান প্রবাসী মমতাজ উদ্দিনের একমাত্র সন্তান ইঞ্জিল মেস্ত্রী মোঃ আব্দুল্লাহ বলে জানা গেছে। এ ঘটনায় আহত ব্যক্তি একই এলাকার মৃত বদন আলীর পুত্র রিকশা চালক শাহাব উদ্দিন(৪৫)। আটককৃত হাইয়েস চালক একই এলাকার মৃত ফজল করিমের পূত্র মোঃ আব্দু শুক্কুর । মালুমঘাট হাই-ওয়ে পুলিশের এস.আই মোঃ রুহুল আমিন এবং এ.এস.আই ছবি উল্লাহ সহ স্থানীয়রা জানান, এ দিন দুপুর ১২ টার দিকে মোঃ আব্দুল্লাহ তার গ্রাম থেকে রিকশায় ছড়ে তারকর্মস্থল ডুলাহাজারা উলুবনিয়া রাস্তার মাথায় রিকশা চালককে ভাড়া দিচ্ছিলেন। এ সময় ডুলাহাজারা থেকে চকরিয়া মুখী দ্রুতগতীতে আসা চট্ট-মেট্রো-ড-১১-২০৩০ বালি বোঝাই ডাম্পার একই মুখী চট্ট-মেট্রো-চ-১১-৪৬৬৪নং যাত্রীবাহি হাইয়েসকে উল্টো দিকে ওভারটেক করতে গিয়ে রিকশা সহ সাহাব উদ্দিন ও মোঃ আব্দুল্লাহকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল্লার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল্লার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ডাম্পারটি ফাঁড়িতে জব্দ রাখা হয়েছে। জিজ্ঞেসাবাদের জন্য ১টি হাইয়েস সহ চালককে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে ডাম্পার চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে তদন্তকরে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment