একজন সাংসদ ও তার কিছুকথাঃ ছাত্রলীগ সভাপতি (মিঠু মালিথা)

একজন সাংসদ ও তার কিছুকথাঃ ছাত্রলীগ সভাপতি (মিঠু মালিথা)
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা’র কাছে রাজনৈতিক স্থিশীলতা সম্পর্কে জানতে চাইলে তিনি ঐতিহ্যবাহী প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আগামীর সময়’কে বলেন- ব্যাপক উন্নয়নের মধ্য দিয়েই চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহ-৪ আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) এম,পি। বাড়ী কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামে।সদালাপী হাস্যোজ্জল মানুষটি সবসময় ছুটে চলেন সাধারন মানুষের কল্যাণে।যে কারণেই খুব অল্প বয়সেই পরপর দুইবার কালীগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি।তারপর হতেই অদম্য ছুটে চলা তার। কিন্তু রাজনৈতিক রোষানলে পড়ে সে সময়ই তাকে অসংখ্য মিথ্যা মামলায় ফেরারী হয়ে ভারতে পাড়ী জমাতে হয়।কিন্তু রাখে আল্লাহ মারে কে! ২০০৪ সালে দলীয় সম্মেলনে দেশের বাইরে থাকার পরও দলীয় সাধারণ-সম্পাদক নির্বাচিত হন বর্তমান এই তরুন সাংসদ (আনার)। ২০০৬ সালে সংসদ নির্বাচনে মনোনয়ন পান তিনি।
একজন সাংসদ ও তার কিছুকথাঃ ছাত্রলীগ সভাপতি (মিঠু মালিথা) দেশে ১/১১ জারীর কারণে নির্বাচন স্হগিত হয়।২০০৮ সালে পুনরায় দলীয় মনোনয়ন পান তিনি।কিন্তু মিথ্যা মামলা আর ষড়ষন্ত্রকারীদের ষড়যন্ত্রে মনোনয়ন বঞ্চিত হন।২০০৯ সালে সারা দেশের মধ্যে সর্বচ্চ বেশী ভোট পেয়ে এবং প্রতিদ্বন্দী প্রর্থীর থেকে দেশব্যাপী বেশী ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এই এম,পি (আনার)।সফলতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুদৃষ্টিতে চলে আসতে সক্ষম হন তিনি।যে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন- শেখ হাসিনা ২০১৪ সালে আবারো দলীয় মনোনয়ন দেন।জয়লাভ করেই মাঠে-ঘাটে,পথে-প্রান্তরে রাজপথে আবারো গতিময়তাই সবার নজর কাড়তে সক্ষম হন তরুণ এই সাংসদ।মটর সাইকেল যোগে কাকডাকা ভোর হতে গভীর রজনী পর্যন্ত মানুষের কল্যাণে ছুটে চলেন প্রিয় এ মানুষটি।দলমত নির্বিশেষে যেখানেই মানুষ মারা যান সেখানেই তিনি হাজির হন।শুধু তাই-ই নয় স্বাধীনতার পর এ জনপদের সবথেকে বেশী উন্নয়নমুলক কাজ সম্পন্ন হয়েছে এই মানুষটির দ্বারাই।তাই আসুন আবারো তাকেই এ জনপদের সাংসদ হিসেবে দেখতে নৌকার সাথে থাকি, আনার ভাইয়ের সাথে থাকি।এ জনপদে জননেত্রী শেখ হাসিনার আস্হার শেষ ঠিকানা স্নেহধন্য এম,পি (আনার)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment