দিনাজপুরে সংবাদ সম্মেলনে বেকারী শিল্পকে ভ্যাটের আওতামুক্ত করার দাবী

দিনাজপুরে সংবাদ সম্মেলনে বেকারী শিল্পকে ভ্যাটের আওতামুক্ত করার দাবী

দিনাজপুর প্রতিনিধি॥
কৃষি পণ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান হিসেবে বেকারী শিল্প প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবী জানিয়েছে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি। গতকাল রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্স মিলনায়তনে দিনাজপুর বেকারী মালিক সমিতির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুত কারক সমিতির উত্তরবঙ্গের সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী। লিখিত বক্তব্যে বলা হয়, ভ্যাট আইন ১৯৯১ সাল থেকে প্রবর্তিত। শুরু থেকেই বেকারী শিল্প কুটির, ক্ষুদ্র, মাঝারি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের আওতার বাইরে ছিল।
দিনাজপুরে সংবাদ সম্মেলনে বেকারী শিল্পকে ভ্যাটের আওতামুক্ত করার দাবীকিন্তু ২০১৩ সালে বিস্কুট ও চানাচুরকে ভ্যাট আওতাভুক্ত করা হয়। বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি এই অন্তর্ভুক্তির বিরোধীতা করে আসছে। ২০১৮ সালের আগষ্টে এনবিআরের দ্বিতীয় সচিব মোঃ তারেক হাসান স্বাক্ষরিত এক আদেশে “হাতে তৈরি পাউরুটি, বার্ন রুটি, কেক-ব্রেড বিস্কুট ও অন্যান্য কনফেকশনারী খাদ্য সামগ্রীর উপর থেকে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়। তবে শর্তে যা বলা হয়েছে তা হলো যে সকল বেকারী প্রতিষ্ঠানের মেশিনারীজ, বছরের যে কোন সময় ৪০ লক্ষ টাকার অধিক নহে, সেই সকল প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য অবশ্যই ভ্যাট আওতামুক্ত থাকবে। বিষয়টিকে জটিল করার জন্য অন্য শর্তে বলা হয়েছে যাদের টার্ণওভার ৬০ লক্ষ টাকার অধিক নহে তারাই এই সুবিধা ভোগ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বেকারী মালিক সমিতির নেতা শেখ মোহাম্মদ আইউব আলী, মোঃ মিজানুর রহমান রবি, মোঃ শামীম শেখ ও গোলাম মোস্তফা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment